26.9 C
Bangladesh
Sunday, February 23, 2025
spot_imgspot_img
Homeআইন ও আদালতমহিপুরে গনধর্ষন মামলার আসামী গ্রেফতার

মহিপুরে গনধর্ষন মামলার আসামী গ্রেফতার

মহিবুল্লাহ পাটোয়ারী :
পটুয়াখালীর মহিপুরে নাসির উদ্দিন হাওলাদার (৪২) নামের এক গনধর্ষন মামলার
আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। গতকাল সন্ধ্যায় আলীপুর
টোলপ্লাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাসির উপজেলার
পশ্চিম খাজুরা গ্রামের মৃত লেহান উদ্দিন হাওলাদারের ছেলে।
র‌্যাব জানায়, গত ৭ ডিসেম্বর স্বামীর সঙ্গে বিরোধের শালিস মিমাংসার কথা
বলে দুই সন্তানের জননী এক গৃহবধুকে মোবাইল ফোনের মাধ্যমে লেম্বুরচর
এলাকায় ডেকে নেয় ৫ জন যুবক। পরে তার ইচ্ছার বিরদ্ধে বনের মধ্যে প্রবেশ
করিয়ে তাকে রাতভর ধর্ষন করে। পরের দিন সকালে ওই গৃহবধু কোন রকম ছাড়া পেয়ে
তার ছোট ভাইয়ের বাড়িতে উঠলে তিনি মহিপুর থানায় গিয়ে ৫ জনের নামে একটি
গনধর্ষন মামলা দায়ের করেন। বেশকিছু দিন অকিবাহিত হলেও আসামীরা পালিয়ে
থাকায় তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পরে গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের
ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার ৩ নম্বর আসামী নাসির উদ্দিনকে গ্রেফতার
করে র‌্যাব। পরে রাতেই তাকে মহিপুর থানায় হস্তান্তর করা হয়।
মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, আজ সকালে নাসির উদ্দিনকে আদালতে
প্রেরন করা হবে।

Most Popular

Recent Comments