20.5 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeশোক সংবাদমহিপুরে গাছ থেকে পরে ৭৫ বছরের বৃদ্ধের মৃত্যু।

মহিপুরে গাছ থেকে পরে ৭৫ বছরের বৃদ্ধের মৃত্যু।


নিজস্ব প্রতিবেদকঃ
মহিপুরে গাছের ডাল কারতে উঠলে গাছ থেকে পরে আব্দুল হামেদ মাদবর(৭৫) নামে এক ব্যক্তির মৃত হয়েছে। তিনি মহিপুরে ওয়াপদা করোনির মৃত হাতেম আলী মাদবর ছেলে। অদ্য ১২/০৮/২০২০ তারিখ বেলা অনুমান ১১.৩০ ঘটিকার সময় এই ঘটনা ঘটে। প্রত্যাক্ষদর্শী ও পুলিশের তদন্ত সূত্রে জানা যায়, তার বসত ঘরের সামনে রেইনট্রি গাছে ডাল কাটার জন্য ওঠে। ডাল কাটার এক পর্যায় অসতর্কতা বশতঃ প্রায় ৩০ ফিট উপর থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার জন্য কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

Most Popular

Recent Comments