17 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
Homeপরিবেশ ও জলবায়ুরাসেল ভাইপারমহিপুরে জালে আঁটকে ছিল রাসেলস ভাইপার

মহিপুরে জালে আঁটকে ছিল রাসেলস ভাইপার

পটুয়াখালীর মহিপুরে দেখা মিললো ৫ ফুট লম্বা রাসেলস ভাইপারের। এই সাপটি সোমবার (২৪ জুন) সকালে মহিপুরের ধুলাসার ইউনিয়নের বৌলতলী গ্রামে নুর ইসলাম নামের এক ব্যাক্তির বাড়ির আঙিনায় জালের সাথে আঁটকে থাকে। 

পরে সাপটির আওয়াজ শুনে নুর ইসলাম হাত দিয়ে সাপটি ধরার চেষ্টা করলে তার স্ত্রীর অনুরোধে হাত দিয়ে না ধরে লাঠি দিয়ে আঘাত করে মাথা থেঁতলে দেয়। পরে একটি প্লাস্টিকের পটে সংরক্ষণ করে স্থানীয় বেশ কয়েকজন যুবককে দেখানো হয়।

স্থানীয়রা এটিকে স্নেক রেসকিউ টিম অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী কলাপাড়া টিমের সদস্যদের দেখালে তারা নিশ্চিত করেন যে এটা রাসেলস ভাইপার। পরে রাসেলস ভাইপার শুনে স্থানীয় মানুষ এক নজর দেখার জন্য ভীড় জমায়।

ইমাম হাসান হিমেল নামের এক স্থানীয় স্বেচ্ছাসেবক জানান, খবর শুনে ঘটনাস্থলে চলে আসি। অ্যানিমেল লাভার্সের সহযোগিতা নিয়ে আমরা জানতে পারি এটা বিষাক্ত রাসেলস ভাইপার। পরে স্থানীয়দের সতর্ক থাকতে বলি। এটা আপাতত সংরক্ষিত রয়েছে। 

অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্য বায়েজিদ মুন্সি জানান, আমরা ছবি দেখে বিভিন্ন স্থানে কথা বলে নিশ্চিত হয়েছি যে এটা রাসেলস ভাইপার। তবে এটা এখনো বেঁচে নেই কারন মৃত্যু পরেও সাপ মুলত অনেক্ক্ষণ তার শরীর নড়াচড়া করে তাই স্থানীয়রা মনে করছে বেঁচে আছে। আমাদের টিমের সদস্যরা এখন ঘটনাস্থলে যাচ্ছে।

Most Popular

Recent Comments