20.5 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeআইন ও আদালতমহিপুরে পুলিশের অভিযানে মাটি খুঁড়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার আটক ২

মহিপুরে পুলিশের অভিযানে মাটি খুঁড়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার আটক ২

নিজস্ব প্রতিনিধি :

পটুয়াখালীর মহিপুরে থানা পুলিশের অভিযানে সোমবার রাত ১১ টার সময় কুয়াকাটা মেয়র বাজার সংলগ্ন এলাকার থেকে চিহ্নিত মাদক কারবারী, কুয়াকাটা পৌরসভার মেলাপাড়া গ্রামের খলিল ঘড়ামির ছেলে মোঃ আসহাব ঘরামি (২৫) কে ১৫০ পিচ ইয়াবা সহ আটক করা হয়।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার এস আই তারেক মাহামুদ ও এস আই সাইদুল ইসলামের নেতৃত্বে আটককৃত আসাহাব কে নিয়ে অভিযান পরিচালনা করে রাত ৩ টা ৩০ মিনিটের সময় তার বাড়ির রান্না ঘড় সংলগ্ন মাটি খুড়ে মাটির নিচ থেকে আরো ৫০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয় এসময় তার ভাই মোঃ মাহাতাব উদ্দিন (২২) কে আটক করা হয় তবে ঘটনাস্থল থেকে তার স্ত্রী নাজমা বেগম পালিয়ে যায়।

মহিপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন আটককৃত আসামি আসাহাব একজন চিহ্নিত মাদক করবারি, তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং ধরা ছোঁয়ার বাহিরে থেকে সে তার ব্যাবসা পরিচালনা করে আসছিল।

তিনি আরো বলেন আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ মঙ্গলবার আদালতে প্রেরণ করা হবে।

Most Popular

Recent Comments