14.8 C
Bangladesh
Wednesday, January 22, 2025
spot_imgspot_img
Homeআইন ও আদালতমহিপুরে বন উজার করে পাউবোর জয়গা দখলে মহোৎসব।

মহিপুরে বন উজার করে পাউবোর জয়গা দখলে মহোৎসব।

মহিপুর -কুয়াকাটা প্রতিনিধি :

পটুয়াখালী মহিপুর ইউনিয়নের ৪৭/১ পোল্ডারের পানি উন্নয়ন বোর্ডের ৭০০ মাটার জায়গা দখল করে বালু দিয়ে ভরাট করে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ করছে স্থানীয় একদল ভূমিদস্যু।

সরেজমিনে গিয়ে দেখা যায় মহিপুর বেরিবাধের রাস্থার পাশে থাকা উপ স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে মহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে রেঞ্জ অফিস পর্যন্ত প্রায় ৭০০ মিটার পাউবোর জায়গায় বালু ভরাট করে বন বিভাগের বিলুপ্ত প্রায় কেওড়া এবং গোল গাছ কেটে স্থাপনা নির্মাণ করছে স্থানীয় প্রায় ১০-১৫ টি পরিবার।

যারা এসব জায়গা দখল করছে তাদের কোনরকম কোন বন্দবস্ত নেই সরকারের থেকে।

ফলে যেমন সরকারি সম্পত্তি বেদখল হচ্ছে এবং বন উজারের ফলে পরিবেশের ভারসম্য ও বিপর্যায়ের মুখে পরছে।

স্থানীয়দের দাবি যাতে করে এইসব দখলদারদের রুখে দেওয়া হয় এবং পরিবেশের ভার্ষাম্য বজায় রাখা হয়।

এ ব্যাপারে কলাপাড়া উপজেলা পানি উন্নয়ন বোর্ডের এস ও মোঃ তুহিন বলেন আমরা অবৈধ দখলের বিষয়ে জানতে পেরেছি এবং খুব দ্রুতই সরেজমিনে সার্ভেয়ার পাঠাবো এবং অফিসিয়াল ভাবে ব্যবস্থা গ্রহণ করবো।

Most Popular

Recent Comments