12.9 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeমহিপুরমহিপুরে বিপুল পরিমাণ রেনু পোনা উদ্ধার।

মহিপুরে বিপুল পরিমাণ রেনু পোনা উদ্ধার।

মহিবুল্লাহ পাটোয়ারী (মহিপুর -কুয়াকাটা) :

পটুয়াখালীর মহিপুরে থানা পুলিশের অভিযানে ৩০ হাজার রেনু পোনা উদ্ধার এবং তা অবমুক্ত করা হয়েছে ।

সোমবার রাত ১০ টার দিকে মহিপুর থানার (ওসি তদন্ত) মিজানুর রহমান রিমুর নেতৃত্বে এসআই আসাদুজ্জামান জুয়েল ও এ এস আই সুলাইমান, এএসআই মাইনুদ্দিন অভিযান পরিচালনা করে মহিপুরের ডালবুগঞ্জ এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ৩০ হাজার রেনু পোনা উদ্ধার করে।

উদ্ধার কৃত রেনু পোনা রাত ১১ টার দিকে মহিপুরের খাপড়াভাঙ্গা নদীতে অবমুক্ত করা
হয়।

এসময় উপস্থিত ছিলেন মহিপুর থানার ওসি তদন্ত মিজানুর রহমান রিমু, গনমাধ্যম কর্মী মহিবুল্লাহ পাটোয়ারী, সহিদুল ইসলাম, মনির হাওলাদার,মহিপুর থানার এ এস আই ইব্রাহিম, ডালবুগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য সাহাবুদ্দিন মুন্সী।

উল্লেখ্য এর আগে গত শুক্রবার মহিপুর থানা পুলিশের অভিযানে লতাচাপলি থেকে ৬০ হাজার রেনু পোনা উদ্ধার করা হয় এবং একই ভাবে তা নদীতে অবমুক্ত করা হয়।


Most Popular

Recent Comments