নিজস্ব প্রতিবেদক:
মুজিববর্ষ উপলক্ষে পটুয়াখালীর মহিপুর বন্দরে শনিবার শেষ বিকেলে গাছের চারা রোপনের মাধ্যমে বঙ্গবন্ধু চত্বরের উদ্বোধন করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন মহিপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মাস্টার, মহিপুর শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক ও মহিপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান আকাশ ,কার্যকরী সদস্য মহিবুল্লাহ পাটোয়ারী প্রমুখ। মহিপুর প্রেসক্লাবের সভাপতি প্রধান অতিথি থেকে একটি পাতাবাহার গাছ রোপন করে বঙ্গবন্ধু চত্বর এর শুভ সূচনা করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহিপুরে শেখ রাসেল সেতুর পাশে সেতু উদ্যান নামে ইতিপূর্বে একটি বাগান করেছি। দীর্ঘদিন আমি অপেক্ষায় ছিলাম মহিপুর বন্দরে বঙ্গবন্ধুর চত্বর নামে একটি ফুলের বাগান করবো বলে । আজ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি মহিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বলেন, মহিপুর প্রাণকেন্দ্রে বঙ্গবন্ধু চত্বর নামে একটি বাগান করেছি। সারা বাংলাদেশে শেখ হাসিনার নির্দেশে চারা রোপণ করা হয়েছে তার ধারাবাহিকতায় মহিপুর আমাদের এ বাগানটি করা।