26.4 C
Bangladesh
Tuesday, April 29, 2025
spot_imgspot_img
Homeমানববন্ধনমহিপুরে শ্রমিকদল নেতা মামুনের মুক্তির দাবিতে মানববন্ধন ||

মহিপুরে শ্রমিকদল নেতা মামুনের মুক্তির দাবিতে মানববন্ধন ||

নিজস্ব প্রতিবেদক:

পটুয়াখালীর মহিপুর থানার লতাচাপলী ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মামুন মোল্লাকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (২৯ এপ্রিল) শেষ বিকেলে খাপড়াভাঙ্গা সেতুতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, লতাচাপলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদার, মহিপুর থানা যুবদল নেতা আলী আক্কাস হাওলাদার, মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান মিলন, মহিপুর থানা শ্রমিক দলের যুগ্ন সাধারণ সম্পাদক সাগর সিকদার, শ্রমিক নেতা ইউনুসহ মহিপুর থানার ও লতাচাপলী ইউনিয়নের বিভিন্ন ইউনিটের সহস্রাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক কারাবন্দী মামুন মোল্লার নিঃশর্ত মুক্তি চেয়ে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

উল্লেখ্য: গত ১৬ মার্চ আলীপুরের থ্রি পয়েন্ট এলাকায় জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মশিউর রহমান নামের এক ব্যক্তিকে তুলে নিয়ে মারধর ও ২ লাখ ৪০ হাজার টাকা ছিঁনিয়ে নিয়ে বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগে মহিপুর থানায় মামলার দায়ের করেন।

এ মামলায় গত ৯ এপ্রিল মধ্যরাতে লতাচাপলী ইউনিয়নের খাজুরা এলাকার নিজ বাসা থেকে মামুন মেল্লাকে গ্রেফতার করে মহিপুর থানা পুলিশ। ১০ এপ্রিল তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।

Most Popular

Recent Comments