মহিপুর প্রতিনিধি:
মহিপুর থানার ৭ নং লতাচাপলী ইউনিয়ন এর পুনামা পাড়া গ্রামে ৩১ সদস্য বিশিষ্ট যুবক-যুবতীদের সাতদিনের প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল ১২ জানুয়ারি মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে ইবতেদায়ী মাদ্রাসার হলরুমে অনুষ্ঠান হয়। কলাপাড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফেরদৌসী রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হাবিবুল্লাহ খান রাব্বি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়নের সরকারি কর্মকর্তা মিলন চন্দ্র রায় ও টেইনার আল ইমরান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ অহিদুল ইসলাম নান্নু। প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। সভাপতি তার স্বাগত বক্তব্যে বলেন মাত্র সাত দিনের প্রশিক্ষণ কর্মসূচিতে অনেক কিছুই শিক্ষা করা সম্ভব নয় তাই পটুয়াখালী জেলায় সরকারি খরচে তিন মাস অথবা ছয় মাসের কর্মসূচি রয়েছে। আগ্রহী যুবক-যুবতীদের সেখানে প্রশিক্ষণ নিয়ে দক্ষতার সাথে যেকোনো ফার্ম বা মৎস্য চাষ মুরগী পালন হাঁস পালন বা যে কোন কৃষি খামার করার পরামর্শ দেন।