নিজস্ব প্রতিনিধি :
আসন্ন পটুয়াখালীর মহিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে (মোয়াজ্জেমপুর -মনোহরপুর ) গ্রামের ইউপি সদস্য পদপ্রার্থী মোতালেব হাওলাদার এর নির্বাচনী পোষ্টার রাতের আধারে ছিঁড়ে ফেলা এবং এতে বাধা প্রদান করায়তার কর্মী রাকিবুল, সুমন ও আল আমিন কে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে একই ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী জাকির হোসেন দুলালের সমর্থক আরিফ, রিয়াজ ও রাজুর বিরুদ্ধে।
আহত রাকিবুল ইসলাম বলেন ১২অক্টোবর রাত ১২ টার সময় তারা দেখতে পান তাদের দড়ি দিয়ে টানানো সদস্য পদপ্রার্থী মোতালেব চৌকিদারের টর্সলাইট মার্কার পোষ্টার ছিড়ছেন প্রতিপক্ষ সদস্য পদপ্রার্থী জাকির হোসেন দুলালের সমর্থক রাকিবুল, সুমন ও আল আমিন তখন তারা তাতে বাধা প্রদান করায় তাদের এলোপাথারি কিল ঘুষি মেরে আহত করে লোকজন আসলে তারা পালিয়ে যায়।
ইউপি সদস্য পদপ্রার্থী মোতালেব হাওলাদার বলেন ঘটনার পরপরই আমরা মহিপুর থানায় ও কলাপাড়া উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করেছি এবং আমরা এর শুষ্ঠু বিচার চাই।
এ ব্যাপারে জাকির হোসেন দুলাল অভিযোগ অস্বীকার করে বলেন উল্টো তারা আমাদের কর্মীদের পিটিয়ে আহত করেছে।