24 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeপর্যটনকুয়াকাটামহিপুর এ চলছে ওয়ালটন-এর কিস্তি মেলা।

মহিপুর এ চলছে ওয়ালটন-এর কিস্তি মেলা।


শাহাদাৎ হোসাইন মিরাজ, স্টাফ রিপোর্টার,
মহিপুর এস ডি এল ইলেকট্রনিকস এ চলছে ওয়ালটন এর কিস্তি মেলা। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস ডি এল ইলেকট্রনিকস এর ইনচার্জ জনাব দেলোয়ার হোসেন শুভ, মহিপুর থানার এস আই সহ কয়েকজন পুলিশ সদস্য, মুক্তিযোদ্ধা বৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। মেলা উপলক্ষে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
ওয়ালটন দেশীয় পন্য, কিনে হন ধন্য। এই স্লোগান কে সামনে রেখে ওয়ালটন পন্য মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারে পৌঁছে দিতে এই মেলার আয়োজন করা হয়। এস ডি এল ইলেকট্রনিকস এর ইনচার্জ জনাব দেলোয়ার হোসেন শুভ বলেন, অনেক মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবার রয়েছে। যারা একসাথে টাকা জমিয়ে পন্য কিনতে পারেনা। তাই তাদের কাছে ওয়ালটন পন্য পৌছে দেওয়ার জন্য অর্ধেক টাকা জমা নিয়ে বাকি টাকা কিস্তিতে পরিশোধ করার সুযোগ দিচ্ছে এস ডি এল ইলেকট্রনিকস এর ওয়ালটন এক্সক্লুসিভ শো-রুম।
ওয়ালটন কিস্তি মেলার এ সুযোগ থাকবে ৮ জানুয়ারী ২০২১ পর্যন্ত।
তাই সকলকে ওয়ালটন এক্সক্লুসিভ শো-রুম, এস ডি এল ইলেকট্রনিকস এ ঘুরে আসার আমন্ত্রণ রইলো।

Most Popular

Recent Comments