12.9 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeবিজ্ঞাপনমহিপুর ওয়ালটন কিস্তি মেলা থেকে ফ্রিজ কিনে ফ্রিজ উপহার পেলেন অটোচালক মোঃ...

মহিপুর ওয়ালটন কিস্তি মেলা থেকে ফ্রিজ কিনে ফ্রিজ উপহার পেলেন অটোচালক মোঃ হাবিব।


শাহাদাৎ হোসাইন মিরাজ, স্টাফ রিপোর্টার।

মহিপুর ওয়ালটন এক্সক্লুসিভ শো-রুম, এস ডি এল ইলেকট্রনিকস এর কিস্তি মেলা থেকে 2B6 মডেলের একটি ফ্রিজ কিনে ডিজিটাল রেজিষ্ট্রেশন করে 1B6 মডেলের একটি ফ্রিজ উপহার পেয়েছেন।
বাংলাদেশের বিখ্যাত এবং নাম্বার ওয়ান ব্রান্ড ওয়ালটন ফ্রিজ কিনে ডিজিটাল রেজিষ্ট্রেশন করলেই পেতে পারেন, ফ্রিজ, এসি, টিভি সহ কোটি কোটি টাকার ক্যাশ ভাউচার।
এছাড়াও নিশ্চিত পুরস্কার হিসাবে রয়েছে, ওয়াটার ফিল্টার ও আকর্ষণীয় ডিনার সেট।
ওয়ালটন এক্সক্লুসিভ শো-রুম এর এস ডি এল ইলেকট্রনিকস এর কিস্তি মেলা থাকবে ০৮ জানুয়ারী পর্যন্ত।
তাই স্ব পরিবারে ওয়ালটন এক্সক্লুসিভ শো-রুম, এস ডি এল ইলেকট্রনিকস, বেসিক ব্যাংকের নিচে, মহিপুর বাজারে আসার আমন্ত্রণ রইলো।

Most Popular

Recent Comments