মহিবুল্লাহ পাটোয়ারী (মহিপুর -কুয়াকাটা ) প্রতিনিধি :
পটুয়াখালীর মহিপুরে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত হয়েছে। দিবসটি উদ্যাপন উপলক্ষে মহিপুর থানা পুলিশ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
রবিবার সূর্যোদয়ের সাথে সাথে থানা ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে থানা পুলিশ দিবসটির কার্যক্রম শুরু করে।
সকাল ৮টায় থানা ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল ৯টা থেকে বিকেল ২:৩০ পর্যন্ত থানা প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়।
পরে বিকেল ৩ টায় থানা পুলিশের উদ্যোগে ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে ভার্চুয়াল মাধ্যমে সারাদেশের ন্যায় একযোগে থানা প্রাঙ্গণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাইভ বক্তব্য শোনানো হয়। বিকেল ৪ টায় কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মহিপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামানের সভাপতিত্বে এস আই মনির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালীর সহকারী পুলিশ সুপার মিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার, ১১ নং ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলওয়ার হোসেন সিকদার, মহিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক আকন, মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো:ফজলু গাজী,মহিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাওলাদার,কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসিরুদ্দিন বিপ্লব, মহিপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম আজাদ,মহিপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক নাসিরুদ্দিন, মহিপুর থানা শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম ফরাজী, মহিপুর থানা যুবলীগের আহবায়ক বুলেট আকন, মহিপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জামাল হোসেন হাওলাদার ও মহিপুর থানা ছাত্রলীগের সভাপতি সোয়াইব খান।
এছাড়াও উপস্থিত ছিলেন মহিপুর থানার সকল সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন মিডিয়ার সদস্যবৃন্দ।