26.5 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeকমিটিমহিব্বুল্লাহ সভাপতি-সাগর সম্পাদক। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা পাথওয়ের মহিপুর থানা কমিটি গঠন।

মহিব্বুল্লাহ সভাপতি-সাগর সম্পাদক। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা পাথওয়ের মহিপুর থানা কমিটি গঠন।

মহিপুর থানা প্রতিনিধি :

সরকারি পুরষ্কার প্রাপ্ত বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার ১৭ সদস্য বিশিষ্ট পটুয়াখালীর মহিপুর থানা কমিটি গঠিত হয়েছে।

সোমবার বিকেলে সংগঠনটির নির্বাহী সম্পাদক মোঃ সাহিনের স্বাক্ষরিত প্যাডে মহিবুল্লাহ পাটোয়ারী কে সভাপতি ও মাসুদ পারভেজ সাগর কে সাধারণ সম্পাদক করে আগামী ১ বছরের জন্য ১৭ সদস্য বিশিষ্ট কমিটি প্রদান করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন :
মোঃসাহাদাত হোসেন সোহাগ, হাসান হাওলাদার (সহ সভাপতি), মোঃমাহেদী হাসান বাপ্পি, কাওসার আহম্মদ সজীব (যুগ্ম সাধারণ সম্পাদক), মিজানুর রহমান সজীব, হোসাইন মোঃসাকিব ও তন্ময় রায় (সাংগঠনিক সম্পাদক), সুভ্রত দাস অভি (দপ্তর সম্পাদক), ইমদাদ খান বাবু (প্রচার সম্পাদক), রাসেল মাহামুদ (সমাজসেবা সম্পাদক) ও মাহামুদুল হাসান, শাওন মোল্লা, আবুল হাসান আতিক, লাবিব হাসান বাপ্পি কে সদস্য।

দীর্ঘদিন ধরে সুনামের সাথে সবার সহযোগিতায় বেসরকারী এই সেবাসমূলক সংস্থা বিপদগ্রস্ত মানুষের মাঝে সেবা দিয়ে আসছে।

সংগঠনটির মহিপুর থানা শাখার নব নির্বাচিত সভাপতি মহিবুল্লাহ পাটোয়ারী বলেন আমার উপরের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করবো মানব সেবায় নিজের সর্বোচ্চ বিলিয়ে দিয়ে তাদের পাশে দাড়াবো কমিটির সবাইকে নিয়ে।

Most Popular

Recent Comments