23.4 C
Bangladesh
Wednesday, April 30, 2025
spot_imgspot_img
Homeআইন ও আদালতমাদক সম্রাট শ্যামলের স্ত্রী মাদক সম্রাজ্ঞী আরোতি গ্রেফতার, স্বামীকে খুঁজছে পুলিশ।

মাদক সম্রাট শ্যামলের স্ত্রী মাদক সম্রাজ্ঞী আরোতি গ্রেফতার, স্বামীকে খুঁজছে পুলিশ।

শফিকুল ইসলাম(এমএ)
স্টাফ রিপোর্টারঃ-

বরিশালের আগৈরঝাড়ার বাশাইল গ্রামের
আরোতী রানী মুনশি (৩০) কে ৪৫ গ্রাম গাজা সহ হাতে নাতে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে যানা যায় যে, বাশাইল গ্রামের আরোতি রানী মুনশিকে(৩০)অভিজান চালিয়ে ৪৫ গ্রাম গাজা সহ গ্রেফতার করে
স্বামীঃ-শ্যামল চন্দ্র মুনশি(৩৬)
পিতাঃ-চিত্তরন্জন মুনশি।
সাং বড় বাশাইল আগৈলঝাড়া বরিশাল।
তাকে
গ্রেফতার করেন এস আই মোহাম্মাদ আলী হোসেন।
কেস তদন্তকরবেন
(আইও)
এস আই মোঃ মিজানুর রহমান(মিশু)। ৪৫ গ্রাম গাঁজা সহ আরোতি রানী মুনশিকে গ্রেফতার করে আদালতে প্রেরন করেন।

Most Popular

Recent Comments