শফিকুল ইসলাম(এমএ)
স্টাফ রিপোর্টারঃ-
মাদারীপুরের ডাসারে মাদারীপুর র্যাব-৮ এর অভিযানে দেশি-বিদেশী মদসহ মধু দে(৪৫)কে আটক করা হয়েছে। সে কালকিনি উপজেলার ডাসার থানার পশ্চিম দর্শনা গ্রামের মৃত মাধব চন্দ্র দে এর ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব জানায়, র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে এবং স্কোয়াড কমান্ডার সহকারি পরিচালক মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে গত মঙ্গলবার রাত্রে মাদারীপুর জেলার ডাসার থানাধীন দর্শনা গ্রামে অভিযান পরিচালনা করে মধু দে কে মাদকদ্রব্য বিদেশী মদ (বিয়ার) এবং দেশীয় মদসহ হাতেনাতে আটক করেন। এসময় আটককৃত আসামীর নিকট হতে দুই কার্টুনে সর্বমোট ৪৪টি বিয়ারে বোতলে ১৪.৫২০ লিটার বিদেশী মদ (বিয়ার) এবং ২১ বোতলে সর্বমোট ১৩.১২৫ লিটার দেশীয় মদ উদ্ধার করেন। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার ডাসার থানা এলাকায় দেশী/বিদেশী মদসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত দেশী ও বিদেশী মদসহ মাদারীপুর জেলার ডাসার থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার ডাসার থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।