12.9 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeচট্টগ্রামমাদ্রাসার ছাত্রী তিশা বাঁচতে চায়,চিকিৎসার জন্য মানবিক সাহায্যের আবেদন।

মাদ্রাসার ছাত্রী তিশা বাঁচতে চায়,চিকিৎসার জন্য মানবিক সাহায্যের আবেদন।

আকাশ আহমেদ:: কুলাউড়া চৌধুরীবাজার মাদ্রাসার সপ্তমশ্রনীর ছাত্রী ফাতেমা জান্নাত তিশা (১২) ফুসফুসে একাদিক চিদ্র থাকায় সে বর্তমানে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাদিন আছে। তার উন্নত চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন। দারিদ্র্য পরিবারের মেয়েকে চিকিৎসার জন্য পরিবারে লোকজন সমাজের বৃত্তবানদের সাহায্য কামনা করছেন।

সে কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মুকন্দপুর গ্রামের দরিদ্র ফখরুল মিয়া মেয়ে। দরিদ্র পিতা তাহার অসুস্থ মেয়কে নিয়ে ডাক্তারের কাছে গেলে তার কিডমী, লিভার ও হৃদয়রোগে আক্রান্ত হয়েছে বলে চিকিৎসক জানান।

ওসমানী হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তিনি চলতি সপ্তাহে জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউট হাসপাতালে চিকিৎসা করা জন্য বলা হয়েছে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকগন নিশ্চিত করেছেন তাহার এ ব্যাপারে কমপক্ষে ১০ লক্ষ্য টাকা খরচ হবে। এত বিপুল পরিমান অর্থ দরিদ্র পিতার পক্ষে ব্যবস্তা করা কোন ভাবেই সম্ভব নয়। তাই মেয়েকে জীবিত রাখতে সমাজের বৃত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

মোবাইল নাম্বার– 01733933765 (মা)
বিকাশ– 01758261291

Most Popular

Recent Comments