15.3 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
Homeকমিটি'মানব সেবার' ফেনী কমিটি গঠন- মিলন সভাপতি,আযহার সাধারণ সম্পাদক।

‘মানব সেবার’ ফেনী কমিটি গঠন- মিলন সভাপতি,আযহার সাধারণ সম্পাদক।

আবদুল্লাহ আল মামুন :
স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘মানব সেবায় বাংলাদেশ’ এর ফেনী জেলা কমিটি(আংশিক) গঠন করা হয়েছে।
শুক্রবার(১১জুন) রাতে কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ উল্লাহ সুজন ও সাঃ সম্পাদক মাহমুদ ইমতিয়াজ নিষ্পাপ এর স্বাক্ষরিত সংগঠন এর প্যাডে আগামী ১ বছরের জন্য ফেনী জেলা কমিটি ঘোষণা করা হয়।
এ কমিটিতে মীর হোসেন মিলনকে সভাপতি,সিঃ সহ-সভাপতি – ফিরোজ আহম্মদ,সহ-সভাপতি – সুলতানা মজুমদার স্বপ্না,সাধারণ সম্পাদক – মোঃ আজহারুল হক,সিঃ যুগ্ম-সাধারণ সম্পাদক – মোঃ আনোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক – মোঃ ইউসুফ মুন্সী,সহ-সাংগঠনিক সম্পাদক – মোঃ মোশারফ হোসেনকে নিয়ে সুপার সেভেন কমিটি(আংশিক) ঘোষণা করা হয়।
এসময় আগামী দুই মাসের মধ্যে ফেনী জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়।

Most Popular

Recent Comments