21.3 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
Homeশোক সংবাদমানসিক রোগী ও বুদ্ধি প্রতিবন্ধী ব্যাক্তির স্বজনের সন্ধান চাই।

মানসিক রোগী ও বুদ্ধি প্রতিবন্ধী ব্যাক্তির স্বজনের সন্ধান চাই।

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া প্রতিনিধি।

পটুয়াখালীর কলাপাড়ায় মানসিক রোগী ও বুদ্ধি প্রতিবন্ধী এক ব্যাক্তির সন্ধান পাওয়া গেছে।

শুক্রবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের শেখকামাল সেতু সংলগ্ন সলিমপুর বাজারে তাকে ঘোরাফেরা করতে দেখাগেছে। তারসাথে একান্তে কথাবলে জানাযায়, ওনার বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা থানার চিকনিকান্দী ইউনিয়নের গজালিয়াগ্রামে। ওই ব্যাক্তির নাম মোঃ ফারুক হোসেন ডাকুয়া,বাবার নাম মোঃ আবুল হোসেন ডাকুয়া বলে জানান। তিনি আরও বলেন তার ১০/১১ বছরের একটি ছেলে সন্তান রয়েছে তার নাম হিরন এবং ওনার স্ত্রীর নাম খালেদা। তিনি দীর্ঘ কয়েক দিন যাবত কলাপাড়া পৌরশহর সহ আশপাশের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন বলে অনেকে জানিয়েছেন। তাই একে যদি কেউ চিনে থাকেন বা পরিবারের সন্ধান জেনে থাকেন তবে ওনাকে বাড়ি ফিরেযেতে তাদেরকে অবহিত করুন।

উল্লেখ্য উনি একজায়গায় স্থীর না থেকে কলাপাড়া বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। তবে তিনি কখন কোথায় যান এটার খোজরাখা সম্ভব নয় তারপরও তার পরিবার যাতে বিষয়টি সরাসরি জানতে পারে সেজন্য নিম্নোক্ত নাম্বারটি দেয়া হল।

সাংবাদিক নয়নাভিরাম গাইন (নয়ন)
মোবাইল ০১৭১০৭৮৩২৬৩।

বিদ্রঃ মানসিক রোগী ফারুক হোসেন ভবঘুরে।

Most Popular

Recent Comments