19 C
Bangladesh
Monday, December 30, 2024
spot_imgspot_img
Homeবিনোদন ও শিল্পকলামিশা সওদাগর এবার টিভি নাটকে

মিশা সওদাগর এবার টিভি নাটকে

প্রথমবারের মতো টেলিভিশন নাটকে অভিনয় করছেন চলচ্চিত্রের খলনায়ক মিশা সওদাগর।

নাগরিক টিভিতে প্রচারের অপেক্ষায় থাকা ‘আতর রাশি ও দুষ্টু বালিকারা’ শিরোনামের ধারাবাহিক নাটকে তিনি অভিনয় করছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

১৯ আগস্ট থেকে সপ্তাহের প্রতি বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার রাত সাড়ে ৮টায় প্রচার হবে নাটকটি।

নাটকে মিশা সওদাগরকে পুরান ঢাকার আতর ব্যবসায়ীর চরিত্রে দেখা মিলবে। ধারাবাহিকটি রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান।

মিশা সওদাগরের উদ্ধৃতি দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “প্রথমত গল্পের কারণেই এ নাটকে অভিনয় করেছি। নাটকের গল্পটি আমার কাছে ভালো লেগেছে। তিনটি বাড়ির ত্রিভূজ প্রেমের গল্প নিয়ে নাটকটি তৈরি হয়েছে। আমার বিশ্বাস দর্শক এ নাটকটি উপভোগ করবেন।”

মিশা ছাড়াও চিত্রনায়িকা চম্পা, নাবিলা ইসলাম, প্রিয়াঙ্কা জামান, সাব্বির অর্ণব, মুশফিক ফারহান, আল মনসুর, ফারুক আহমেদ, চাষি আলম, কাজল সুবর্ণসহ আরও অনেকে এতে অভিনয় করেছেন।

সূত্র- বিডি নিউজ২৪

Most Popular

Recent Comments