মুসলেহ উদ্দীন:
মুজিববর্ষ উপলক্ষে ভাটিয়ারীতে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর তত্বাবধানে ভাটিয়ারী ইউনিয়ন স্বাস্থ্য ও প্রশাসনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্টিত হয়েছে।
আজ (২৮ জুন) সোমবার সকাল ১০ টায় হাজ্বী টিএসসি উচ্চ বিদ্যালয়ে
অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্থানীয় ইউ.পি চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নুর উদ্দিন রাশেদ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সেকান্দর হোসাইন।
এছাড়া হাজ্বী টিএসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ভাটিয়ারী ইউনিয়নের মেম্বারবৃন্দ।
মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন ডাঃ প্রীতম চক্রবর্তী, ডাঃ রাজীব বড়ুয়া, ডাঃ উম্মে হানি, ডাঃ তোফাজ্জল হোসেন, মেডিকেল অফিসার, এবং উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জনাব শিপন চন্দ্র দাস ও ঈশিতা সুলতানা, ফার্মাসিস্ট রুমা পালসহ সীতাকুণ্ড হাসপাতালের স্বাস্থ্য সহকারী বৃন্দসহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন, সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্বাবধানে পরিচালিত এই মেডিকেল ক্যাম্প এলাকার জনসাধারণ উপকৃত হবেন। এছাড়া স্বাস্থ্য বিষয়ক যেকোন বিষয় সহজে জানতে পারবেন। সাধারন মানুষদের চিকিৎসাসেবা নিশ্চিত করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান বক্তারা।
প্রধান অতিথি ডাঃ নুর উদ্দিন রাশেদ বলেন, সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে সার্বক্ষনিক সেবা প্রদান করছি। করোনাকালীন সময়েও আমাদের ডাক্তার, স্বাস্থ্য কর্মী, স্বাস্থ্য সহকারীরা মানুষদের মাঝে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। সরকারী বিধি-নিষেধ মেনে চলুন। সকলে মাস্ক পরবেন। স্বাস্থ্যবিধি মেনে চলুন। আমরা সবসময় আপনাদের পাশে আছি।