19.5 C
Bangladesh
Wednesday, January 22, 2025
spot_imgspot_img
Homeজাতীয়মুজিব জন্মশত বর্ষ উপলক্ষে ইঞ্জিনিয়ার শান্ত'র ফল গা‌ছের চারা বিতরন।

মুজিব জন্মশত বর্ষ উপলক্ষে ইঞ্জিনিয়ার শান্ত’র ফল গা‌ছের চারা বিতরন।

পীরগঞ্জ ( রংপুর):

রংপু‌রের পীরগ‌ঞ্জে মুজিব জন্মশত বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় স্পীকারের নির্দেশনায় পরিবেশের ভারসাম্য রক্ষার্থে মাস ব্যাপী ফলজ চারা বিতরণ ও রোপন কর্মসূচীর অংশ হিসেবে ১২ ই জুলাই রোববার পীরগঞ্জের রামনাথপুর ইউ‌নিয়‌নের ঘোলা ম‌তিউর রহমান উচ্চ বিদ‌্যালয় মা‌ঠে আ‌ম ও লিচু গা‌ছের চারা বিতরন করা হয়েছে। জানা‌গে‌ছে প্রয়াত পরমাণু বিজ্ঞানী ডক্টর আব্দুল ওয়া‌জেদ মিয়ার ভা‌তিজা ও প্রধানমন্ত্রীর ভাসুর পুত্র তরুন শিল্পপ‌তি ইঞ্জি‌নিয়ার সাঈদ রেজা শান্ত’র সা‌র্বিক সহ‌যো‌গিতায় উপ‌জেলার ১৫ টি ইউ‌নিয়ন ও ১‌টি পৌরসভায় প্রায় ১০ হাজার আ‌ম ও লিচু গা‌ছের চারা বিতরন করা হ‌বে।

চারা বিতরন অনুষ্ঠা‌নে উপস্থিত ছিলেন উপ‌জেলা আ’লী‌গের সা‌বেক স্বাস্থ‌্য সম্পাদক ডাঃ জা‌হিদুল ইসলাম লালু, বাংলা‌দেশ ছাত্রলী‌গ ‌কেন্দ্রীয় ক‌মি‌টির সা‌বেক যুগ্ম সম্পাদক ও জগন্নাথ বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের সহকা‌রি অধ‌্যাপক সা‌দিদ জাহান সৈকত, উপ‌জেলা স্বেচ্ছা‌সেবক লী‌গের সভাপ‌তি এ জেড এম সে‌কেন্দার আলী মন্ডল, রামনাথপুর ইউ‌নিয়ন আওয়ামী লীগের সভাপ‌তি মোফাজ্জল হো‌সেন বাদল, সম্পাদক হা‌বিবুর রহমান হা‌বিব ও সহ‌যোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ। ইউ‌নিয়‌নের ৯ টি ওয়ার্ডের সাধারন মানুষের মাঝে তিন শতা‌ধিক প‌রিবা‌রের মা‌ঝে উন্নত মানের হা‌ড়ি ভাঙ্গা আমে ও লিচুর চারা বিতরন করা হয়। প‌রে ঘোলা এম আর ইউ‌নিয়ন পরিষদ মা‌ঠে আ‌ম গা‌ছের চারা রোপন ক‌রেন নের্তৃবৃন্দ।

Most Popular

Recent Comments