মোঃ-আলমগীর হোসেন,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধিঃ-
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার এর উদ্যোগে মুজিব শতবর্ষ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলায় ব্ল্যাক বেঙ্গল গোটের শত খামার স্হাপনের কার্যক্রম শুরু হয়। এরই ধারাবাহিকতায় দামুড়হুদা উপজেলা যুব উন্নয়নের আয়োজিত দামুড়হুদা উপজেলায় ২৫ জন উপকারভোগীকে বেছে নেওয়া হয়। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার সময় দামুড়হুদা উপজেলার সম্মেলন কক্ষে উপকারভোগীগণের সাথে মতবিনিময় সভা, চেক ও প্লাস্টিকের মাচা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, এছাড়া আরো উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন সহ উপজেলা কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ। উক্ত অনুষ্ঠানে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান বলেন কৃষি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ উৎসাহিত করার জন্য ২৫ জন নারীকে এ সুযোগ দেওয়া হয়েছে। দামুড়হুদা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এর মাধ্যমে এসব উপকারভোগীকে ঋণ প্রদান করা হয় ছাগল ক্রয়ের জন্য। প্রতিটি নারীকে ছাগল পালনে প্রশিক্ষণ প্রদান করা হয়। এমনকি, উপজেলা পরিষদের অর্থায়নে ২৫ জন খামারীকে ছাগল পালনের নিমিত্তে ১ লক্ষ ১১ হাজার টাকায় মাচা তৈরীর ব্যবস্হা করা হয়।সর্বপরি, এ উদ্যোগের শতভাগ সাফল্য কামনা করেন অতিথি বৃন্দগন। এভাবেই কৃষি কাজে নারীর অংশগ্রহণ নিশ্চিতকরণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে বলে মনে করেন বক্তৃতারা।