21.7 C
Bangladesh
Wednesday, January 22, 2025
spot_imgspot_img
Homeকবিতামৃত্যুঞ্জয়-সাহেরা রাহমান বিথী।

মৃত্যুঞ্জয়-সাহেরা রাহমান বিথী।

মৃত্যুঞ্জয়
সাহেরা রাহমান বিথী

মৃত্যুঞ্জয় দেখেছো কখনো?
প্রচণ্ড ডিপ্রেশনে হাসি মুখে বেচে থাকা মানুষ গুলোই মৃত্যুঞ্জয়
এরা মৃত্যু কে জয় করে নিয়েছে,এরা মরতে ভয় পায় না।

বার বার সুইসাইড করার কথা ভেবে ও এরা সুইসাইড করে না,
দিব্যি হাসি মুখে বেচে থাকে এই ভেবে যে ওপারে কি জবাবদিহি করবে।

শুধু মাত্র ওপারে জবাবদিহিতার জন্য এরা মৃত্যু কে জয় করে হাসি মুখে বেচে থাকে,
এদের দেখে বোঝার উপায় নেই এরা কি পরিমান কষ্টে দিন যাপন করে।

এদের দিন গুলো কাটে অট্টহাসিতে আর রাত কাটে লোনাবৃষ্টি তে।

মৃত্যুঞ্জয় দেখেছো কখনো?
যদি না দেখে থাকো তো আমায় দেখো
আমি দিব্যি বেচে আছি হাসি মুখে।

আর যদি আমায় না দেখতে পাও
তাহলে আয়নায় নিজেকে দেখো
তুমিও মৃত্যুয়ঞ্জয়।

Most Popular

Recent Comments