করাচিতে আজ এক সংবাদ সম্মেলনে ওয়াসিম বলেন, ‘এশিয়া কাপ যথা সময়েই হবে। আমরা সেপ্টেম্বর বা অক্টোবরে এশিয়া কাপ দেখতে পারি। ২ সেপ্টেম্বর ইংল্যান্ড থেকে ফিরবে পাকিস্তান ক্রিকেট দল। এরপরই এশিয়া কাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে।’
কোথায় হবে, সেটিও স্পষ্ট করেছেন তিনি। ওয়াসিম জানান, শ্রীলংকা বা আরব আমিরাতে হবে আগামী এশিয়া কাপ। তার এ বক্তব্যে স্পষ্ট হয়ে গেল, পাকিস্তানের মাটিতে আগামী এশিয়া কাপ হচ্ছে না। অথচ আগামী এশিয়া কাপের আয়োজক ছিলো পাকিস্তানই।
এশিয়া কাপের পরপরই নির্ধারিত হয়ে আছে টি-২০ বিশ্বকাপের সূচি। ঐ দু’টি আসরের পাশাপাশি নিজেদের সূচি নিয়েও পরিকল্পনা রয়েছে পাকিস্তানের। ওয়াসিম বলেন, ‘আমরা ডিসেম্বরে জিম্বাবুয়েকে ঘরের মাঠে স্বাগত জানাবো। এরপর নিউজিল্যান্ড সফরে যাবো। জানুয়ারি-ফেব্রুয়ারিতে টেস্ট ও টি-২০ সিরিজ খেলতে পাকিস্তানে আসবে দক্ষিণ আফ্রিকা।’
আর নভেম্বরে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি পাঁচ ম্যাচের আয়োজন করার পরিকল্পনাও রয়েছে পিসিবির, বলে জানান ওয়াসিম।