ববি প্রতিনিধি, মোতারিকুল ইসলাম আরিফ
ডিজিটাল শহর যশোর জেলার অভয়নগর থানার অন্তর্গত ভূলাপাতা গ্রামে জন্মগ্রহণ করেন প্রণব মন্ডল।তিনি ছিলেন মধ্যবিত্ত ঘরের ছেলে।ছেলেবেলা থেকেই সাহিত্যের প্রতি অধম্য তৃষ্ণা ছিলো তার।পাখি ডাকা ,ছায়া ঘেরা একটি নিবিড় সবুজের এই জনপদে বেড়ে উঠেছেন ।
গ্রামের প্রাথমিক স্কুলে তার লেখাপড়া শুরু হয়।একে একে মাধ্যমিক ,উচ্চ মাধ্যমিক গন্ডিও তিনি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।পরবর্তীতে সাহিত্যের প্রতি আকৃষ্টতা তার লেখনীকে আরও সমৃদ্ধ করেছে।এরপর স্নাতকে বিশ্ববিদ্যালয়ে তিনি ইংরেজী বিভাগে পড়ার সুযোগ পান।তারপর থেকেই তিনি নিয়মিত পাঠ্যবিষয়ের পাশাপাশি সাহিত্যচর্চা শুরু করেন।পড়াশোনার পাশাপাশি তিনি নিজেকে বিভিন্ন কর্মকাণ্ডে নিয়োজিত রেখেছেন।
বর্তমানে তিনি জনপ্রিয় পত্রিকা দৈনিক আলোকিত ও দৈনিক বাংলাদেশ টাইমস্ ও ইংরেজী পএিকা নিউজপেপার অলিপির্য়াড এ জেলা ,উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।এছাড়া তিনি যশোর জেলায় বাংলাদেশ ব্রিটিশ কাউসিলের অধীন সরকারি P4D প্রোগ্রামেও যুক্ত আছেন।তিনি পএিকায় বিভিন্ন কবিতা ,ছড়া ও কলাম লিখেছেন।ছোট -বড় বাংলা ও ইংরেজি মিলে তার অনেক কবিতা বের হয়েছে পএিকায়।এবার অমর একুশে গ্রন্হমেলায় তার লেখনীর হাতেখড়ি হয়। তার ১ ম যৌথ কাব্যগ্রন্থ ‘স্বপ্নের স্বাধীনতা’ বের হয়েছে।বইটির প্রকাশনায় রয়েছে দিপ্রান্তিক প্রকাশনী এবং সম্পাদনায় ও সংকলনে সহায়তা করেছেন শ্রদ্বেয় ভাই মো: আজিজুল ইসলাম।প্রচ্ছদে রয়েছে কারুধারা।বইটির মূল্য ধরা হয়েছে ১৫০৳ টাকা ।বইটি পাওয়া যাচ্ছে মেলায় ১৩৬ নং স্টলে এবং www. rokomari .com. এ।
প্রকাশক বলেন, বইটিতে মানুষের স্বপ্নের স্বাধীনতার সাথে বাস্তবতার অনেক সঙ্গতি দেখানো হয়েছে কবিতাগুলোতে। পাঠক মহলে এটা ভালো সাড়া পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।