22.3 C
Bangladesh
Monday, November 18, 2024
spot_imgspot_img
Homeজাতীয়যশোরে ৩ কিশোর নিহতের ঘটনায় সুষ্ঠ তদন্তের জন্য আরও ৭ দিন সময়...

যশোরে ৩ কিশোর নিহতের ঘটনায় সুষ্ঠ তদন্তের জন্য আরও ৭ দিন সময় চেয়েছে তদন্ত কমিটি।

যশোর প্রতিনিধি (ফারদিন মোহাম্মদ)

যশোরের পুলেরহাটে অবস্থিত শিশু উন্নয়নকেন্দ্রে তিন কিশোর নিহতের ঘটনায় সমাজকল্যাণ মন্ত্রণালয় গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি আরও সাতদিন সময় চেয়ে মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে।
এদিকে পাঁচ দিনের রিমান্ড শেষে আটক সমাজ সেবা কর্মকর্তাদের আজ ১৯ আগস্ট দুপুরে আদালতে সোপর্দ করেছেন মামলার তদন্ত কর্মকর্তা।
এর আগে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য এই কমিটিকে তিন দিন সময় দেওয়া হয়েছিল। যা গতকালই শেষ হয়েছে।

নিহত ৩ কিশোর হত্যা মামলার তদন্ত কমিটির প্রধান যশোর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মুহাম্মদ আবুল লাইছ বলেন, ‘তিন কিশোর নিহতের ঘটনায় শিশু উন্নয়নকেন্দ্রের পাঁচ কর্মকর্তা বর্তমানে গ্রেপ্তার আছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এজন্য আদালতের কাছে আবেদন করা হয়েছে। কিন্তু আদালতের কাছ থেকে এখনও এ ব্যাপারে কোনো আদেশ পাওয়া যায়নি। মূলত সে কারণেই মন্ত্রণালয়ের কাছে আজ আরও সাতদিন সময় চাওয়া হয়েছে।

আজ বুধবার মামলার তদন্তকারি কর্মকর্তা ইন্সপেক্টর রকিবুজ্জামান পাঁচ দিনের রিমান্ড শেষে সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল মাসুদ, তত্বাবধায়ক মাসুম বিল্লাহ ও প্রশিক্ষক শাহনুর আলমকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আাদালতে সোপর্দ করেছেন।

Most Popular

Recent Comments