17.5 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeকমিটিযুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক হলেন মনিরুজ্জামান পিন্টু ঈশ্বরদী কৃত সন্তান

যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক হলেন মনিরুজ্জামান পিন্টু ঈশ্বরদী কৃত সন্তান

মোঃ মিঠুন সেখ মিঠু স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ- সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ মনিরুজ্জামান পিন্টু।পাবনা ঈশ্বরদীর কৃতি সন্তান সাবেক ছাত্রলীগের জবি ছাত্রনেতা। আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ- সম্পাদক নির্বাচিত হওয়ায় মোঃ মনিরুজ্জামান পিন্টু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।এছাড়া কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সম্মেলনে এক বছর পর ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। এর আগে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি যাচাই-বাছাই করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে হস্তান্তর করেন। ওবায়দুল কাদের চূড়ান্ত কমিটি শনিবার বিকেলে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন নিখিলের হাতে তুলে দেন।

Most Popular

Recent Comments