17 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
Homeরাঙ্গাবালীরাঙ্গাবালীতে গাঁজাসহ আনসার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

রাঙ্গাবালীতে গাঁজাসহ আনসার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

আইয়ুব খান,রাঙ্গাবালী,(পটুয়াখালী) প্রতিনিধিঃ-
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় গাঁজাসহ আনসার হাওলাদার (৩৫) নামের এক ব্যক্তিকে গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দক্ষিণ চরমোন্তাজ ৭ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আনসার হাওলাদার ওই এলাকার নুরুল হক হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দক্ষিণ চরমোন্তাজ গ্রামের হানিফ হাওলাদারের বাড়ি সংলগ্ন বেড়িবাঁধের ওপর থেকে ৩০০ গ্রাম গাঁজা আনসার হাওলাদারকে গ্রেফতার হয়।
রাঙ্গগাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, গ্রেফতারকৃত আনসার হাওলাদারের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

Most Popular

Recent Comments