26.5 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeসভারাঙ্গাবালীতে জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা

রাঙ্গাবালীতে জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালীতে জামায়াতের ও র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর)  বিকেল সাড়ে চারটায় আওয়ামী বর্বরতার রক্তাক্ত ইতিহাস ও খুনি হাসিনার নেতৃত্বে আওয়ামী হানাদারদের লগি বৈঠাসহ জঙ্গি হামলার প্রতিবাদে র‌্যালিটি ছোটবাইশদিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার গেট থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রাণকেন্দ্র বাহেরচর বাজার প্রদক্ষিণ করে উপজেলা জামায়াতের কার্যালয়ে এসে শেষ হয়। 
এসময় উপজেলা আমীরের নেতৃত্বে রাঙ্গাবালী জামায়াত ও ছাত্রশিবিরের সকল পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি জনসমুদ্রে পরিণত হয়।আলোচনা সভায় রাঙ্গাবালী উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ কবির হুসাইনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা শিবিরের সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াহ ইয়া খান,উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ তবারক উল্লাহ সহ উপজেলা জামায়াত ও ছাত্রশিবিরের সকল নেতৃবৃন্দরা। 
উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ  কবির হুসাইন বলেন, ২০০৬ সালের ২৮শে অক্টোবর বাংলাদেশের ইতিহাসে এক বিভীষিকাময় কলঙ্কজনক কালো অধ্যায় এবং আওয়ামী জঙ্গিপনা ও অপরাজনীতির হিংস্রতার দলিল। শেখ হাসিনার নির্দেশে আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার তান্ডবে গোটা দেশে এক নৈরাজ্যকর পরিস্থির সৃষ্টি হয়েছিল। বিনা উসকানিতে জামায়াতের সমাবেশে হামলা চালিয়েছিল।হত্যা করে রক্তাক্ত মৃতদেহ নিয়ে টানাহেঁচড়া এবং মৃতদেহের ওপর নৃৃত্য করে মানবজাতির ইতিহাসকে কলংকিত করেছিল।

পটুয়াখালী জেলা শিবিরের সাবেক সভাপতি ও জেলা জামায়াতের সদস্য মাওলানা ইয়াহ ইয়া খান ভয়াল ২৮ অক্টোবরের স্মৃতিচারণ করে তার বক্তব্যে বলেন, স্বৈরাচার হাসিনা শুধু এই পনেরো বছরই নয়, জামায়াতের সৃষ্টিলগ্ন থেকেই হায়েনার মত থাবা দিতে দিতে আসছে। 

তিনি এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কর্মীদেরকে আগামী দিনে আরও দৃঢ়তার সাথে দ্বীন বিজয়ের কাজে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

Most Popular

Recent Comments