15.2 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeজাতীয়রাঙ্গাবালীতে মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ-আল ইসলাম লিটনের উদ্যোগে লিফলেট বিতরণ

রাঙ্গাবালীতে মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ-আল ইসলাম লিটনের উদ্যোগে লিফলেট বিতরণ

আইয়ুব খান, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
দেশজুড়ে আওয়ামী লীগ সরকারের ১৪ বছরের উন্নয়ন-সাফল্য প্রচারে পটুয়াখালীর রাঙ্গাবালীতে লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের স্লুইস বাজারে এলাকায় সাবেক সহ-সম্পাদক,বাংলাদেশ আওয়ামী-লীগ, কেন্দ্রীয় উপ কমিটির আব্দুল্লাহ-আল ইসলাম লিটনের উদ্যোগে এই লিফলেট বিতরণ করা হয়।
এরআগে গত তিনদিন ধরে উপজেলার রাঙ্গাবালী সদর ইউনিয়ন, চালিতাবুনিয়া ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে নেতাকর্মীদের নিয়ে ঘুরে ঘুরে সরকারের উন্নয়ন-সাফল্যের তথ্য তুলে ধরা এ লিফলেট বিতরণ করেছেন তিনি।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে থাকার আহ্বান জানিয়ে প্রচারপত্র হিসেবে দেওয়া ওই লিফলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মাসেতু নির্মাণ, মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট স্থাপন, সমুদ্র সীমানা বিজয়, কর্নফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র ও পায়রা সমুদ্র বন্দর নির্মাণসহ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন সাফল্য তুলে ধরা হয়।
এতে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল ইসলাম লিটু,
রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ শাহেদ আকন,
আওয়ামী যুবলীগ চরমোন্তাজ ইউনিয়ন শাখার দপ্তর সম্পাদক মোঃ রাকিব মৃধা,সাবেক স্বেচ্ছাসেবক লীগের চরমোন্তাজ ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক লোকমান শরীফ,চরমোন্তাজ ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোঃহনিফ খান,সাবেক ইউপি সদস্য মোঃ লাল মিয়া,
আব্দুল মৃধা,কামাল মৃধা প্রমুখ।

Most Popular

Recent Comments