19.4 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
HomeUncategorizedরাঙ্গাবালীতে শ্রমিক দিবস পালিত।

রাঙ্গাবালীতে শ্রমিক দিবস পালিত।

আইয়ুব খান রাঙ্গাবালী প্রতিনিধি:

প্রতিদিন ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্যে পটুয়াখালীর রাঙ্গাবালীতে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় এ উপলক্ষে র্যালী করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে র্যালীটি বের হয়ে সদর রোড প্রদক্ষিণ করে সেখানে গিয়েই শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন, সাংগঠনিক সম্পাদক মিলন হাওলাদার ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি রওশন আহমেদ মৃধা প্রমুখ। এছাড়াও শ্রমিকলীগের দুই শতাধিক নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেন।

Most Popular

Recent Comments