রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীতে একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতো ছোট-বড় মিলে অন্তত সাতটি দোকান পুড়ে গেছে। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে জেলার রাঙ্গাবালী উপজেলার খালগোড়া বাজারে এ আগুনের ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, আগুন লাগার পর মুহূর্তেই তা ছড়িয়ে যায়। এতে পুড়ে যায় সাতটি দোকান। পরে পাওয়ার পাম্প দিয়ে পানি ছুড়ে করে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তাদের দাবি, উপজেলায় ফায়ার সার্ভিসের স্টেশন থাকলে ছোট-বড় এমন আগুনের ঘটনা দ্রুতই নিয়ন্ত্রণ করা যেতো। দীর্ঘ দিন এই দাবি জানিয়ে আসলেও এতে কান দিচ্ছেন না প্রশাসনের কর্তারা।
রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম মজুমদার জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ফোর্সসহ ঘটনাস্থলে গিয়েছি । আগুণের সূত্রপাত কীভাবে তা তদন্ত চলছে।