15.3 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
Homeআইন ও আদালতঅপহরনরাজাপুরে কলেজ ছাত্রকে অপহরন করে মুক্তিপন দাবী,গ্রেফতার -১।

রাজাপুরে কলেজ ছাত্রকে অপহরন করে মুক্তিপন দাবী,গ্রেফতার -১।

রাজাপুর প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে মোঃ রাজীব রাঢ়ী (১৭) নামে এক কলেজছাত্রকে অপহরণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে কলেজ ছাত্রের বড় ভাই মোঃ রাসেল রাঢ়ী বাদী হয়ে অজ্ঞাতসহ ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন। রাজীব উপজেলার আঙ্গারিয়া গ্রামের মৃত মোঃ জামাল রাঢীর পুত্র ও বড়ইয়া ডিগ্রী কলেজ এর একাদশ শ্রেনীর ছাত্র। পুলিশ অপহৃত ছাত্রকে উদ্ধারসহ মোঃ মাইনুল ইসলাম (২৫) নামে এক অপহরনকারীকে গ্রেফতার করেছে। মামলা সূত্রে জানাগেছে, ঘটনার দিন শুক্রবার সকাল ৯.৩০ মিনিটে উপজেলার ছোটকৈবর্তখালী বাসস্ট্যান্ড থেকে মাইনুল,ইমরান, নাঈম, আশিকসহ ৬/৭ জন মিলে ঐ কলেজ ছাত্র রাজীব রাঢ়ীকে অপহরণ করে। অপহরণের পরে রাজীবকে উপজেলার বড়কৈবর্তখালী গ্রামের তেওয়ারী বাড়ির পূর্ব পাশে একটি মোনসা মন্দিরের মধ্যে হাত, পা, মুখ বাধিয়া মারপিট করে হত্যার হুমকি দিয়ে পরিবারের কাছে ফোনে ৮০ হাজার টাকা মুক্তিপন দাবী করেন। পরিবারের লোকজন ঘটনাটি ১২.৩০ মিনিটে থানা পুলিশেকে জানায়। পুলিশ অভিযান চালিয়ে ঘটনা স্থল থেকে দুপুর ২টায় রাজীবকে উদ্ধারসহ অপহরণকারী মাইনুলকে গ্রেফতার করে।মাইনুল উপজেলার শুক্তাগর ইউনিয়নের কানুনিয়া গ্রামের মো.মজিবর সিকদারের ছেলে। বাকিরা পালিয়ে যায়। রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম বলেন, অপহরণ মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

Most Popular

Recent Comments