রিপোর্টঃ মো ফেরদৌস মোল্লা
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার মানব সেবী সংগঠন “সত্যের সন্ধানে ডেভেলপমেন্ট অরগানাইজেশান “। এটি প্রতিষ্ঠিত হয়েছে ২০১৫ সালে। সংগঠনটি ইতিমধ্যে রাজাপুরের মানুষের কাছে একটি নির্ভর যোগ্য সংগঠনে রুপ নিয়েছে। এই সংগঠনটির মূলত কাজ অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মূমুর্ষ রুগিকে সেচ্ছায় রক্ত দান করা,পরিবেশ পরিছন্ন রাখতে সেচ্ছায় কাজ করা।
এই সংগঠনটি পূর্বেও অনেক মানবসেবা মূলক কাজ করেছেন। পূর্বের ন্যায় এবারও সংগঠনটির সকল সদস্যদের উদ্যোগে রাজাপুর সদর, মনোহরপুর,মহিলা কলেজ রোড, বড় কৈবরর্তখালি,নারিকেল বাড়িয়া, মঠবাড়ি, জগইরহাট, জগন্নাথপুরের
অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেন আজ।
এ সময় উপস্থিত ছিলেন এই সংগঠনের উপদেষ্টা ও রাজাপুর প্রেস এর প্রতিষ্ঠাতা মোঃজুয়েল,ফাহাদ আল রিয়াদ সাগর,গোলাম রাব্বানী জিসান,তানভীর,নাজমুল হাসান,মুক্তা,আবু সালেহ, রফিকুল ইসলাম নাঈম সহ অন্যান্য সদস্যরা।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ফাহাদ আল রিয়াদ সাগর বলেন, আমরা কোন দল মত চিনি না আমরা চাই মানুষের সেবা করতে,। আমরা চাই আমাদের সাধ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়াতে। অনেকেই অসহায় আছেন আমাদের সমাজে, এদের ভিতরে কেহ সহায়তা পায় আবার কেহ পায় না। আমরা চাই যারা প্রকৃত অসহায় তাদের হাতে আমাদের এই উপহার পৌঁছে দিতে। তিনি আরও বলেন “সত্যের সন্ধানে ডেভেলপমেন্ট অরগানাইজেশান ” কাজ করে রাজাপুর উপজেলাবাসীকে নিয়ে। সামনে আমাদের আশা আছে রাজাপুর সহ আশেপাশের এলাকা গুলেতেও যদি কেহ অসহায় থাকে আমাদের সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ