14.5 C
Bangladesh
Monday, January 20, 2025
spot_imgspot_img
Homeখেলার মাঠরাবিতে আন্তঃবিভাগ ফুটবল খেলা শুরু ১১ নভেম্বর, বিশৃঙ্খলা করলে নিষিদ্ধ হবে বিভাগ

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল খেলা শুরু ১১ নভেম্বর, বিশৃঙ্খলা করলে নিষিদ্ধ হবে বিভাগ

রাবি প্রতিবেদক

আগামী সোমবার (১১ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগীতা ২০২৪ শুরু হবে। শনিবার (৯ নভেম্বর) শরীরচর্চা শিক্ষা বিভাগের অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

এছাড়াও ধাপে ধাপে মোট ২৩টি ইভেন্ট খেলা হবে। যেখানে, ক্রিকেট, ভলিব, হকি, বাস্কেটবল, হ্যান্ডবল, কাবাডি, এ্যাথলেটিকস, টেনিস (একক/ দ্বৈত), তায়কোয়ানডো, উশু, ডাডো, কারাতে, ব্যাডমিন্টন (একক/ দ্বৈত) টেবিল টেনিস (একক/ দ্বৈত), টেবিল চুটনিস (একক/ দ্বৈত), দাবা ও ক্যারম দ্বৈত খেলা হবে।

সংবাদ সম্মেলনে আন্তঃবিভাগ গেমস সাব কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান মন্ডল বলেন, এবারের আয়োজনে কোনো বিভাগের দলের খেলোয়াড়, সমর্থক বা, ছাত্রের দুর্ব্যবহারের কারণে খেলা পরিচালনায় বিঘ্ন ঘটলে, খেলা বন্ধ হলে বা, আইন-শৃঙ্খলা ভঙ্গ হলে সেই বিভাগকে সকল খেলা থেকে একবছরের জন্য নিষিদ্ধ করা হবে অর্থাৎ, পরেরবছরের খেলায় অংশগ্রহণ করতে পারবে না। এবারে খেলা রাজশাহী বিশ্ববিদ্যালয় আত্মবিভাগ গেমস সাব-কমিটি কর্তৃক প্রণীত ফিকশ্চার ও বাইলজ, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং ফিফা এর আইন অনুযায়ী পরিচালিত হবে।

তিনি আরও বলেন, আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা নক-আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। খেলায় মাঠে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত ফলে বিবেচিত হবে। রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে কোনোরূপ অভিযোগ পত্র গ্রহন করা হবে না। অফিসিয়ালী ভিডিও কন্যার সুযোগ না থাকায় শুধু মাত্র খেলায় ভিডিআর (ভিডিও ডিসপ্লে রেকর্ড) গ্রহণযোগ্য হবে না। অন্য কোনো বিষয়ে আপত্তি থাকলে এক হাজার টাকা আপত্তি ফি সহ সদস্য-সচিব, আন্তঃবিভাগ গেমস সাব-কমিটি ২০২৪-২৫ এর নিকট খেলা শেষ হবার ৩০ মিনিটের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানের বিষয়ে তিনি বলেন, উদ্বোধনী অনুষ্ঠান ১১ নভেম্বর সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদ উদ্দিন খান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আন্তঃবিভাগ গেমস সাব কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান মন্ডল।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আহসান-উল- আলম, উপ-পরিচালক মো. মুকুল হোসেন, মোহাম্মদ তারিকুল আনাম ও মো. কামরুজ্জামান।

উল্লেখ্য, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে প্রতিটি বিভাগ কে একটি করে ফুটবল দেওয়া হয়।

Most Popular

Recent Comments