রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি)
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সন্ত্রাসী কর্মকান্ডের বিচার ও সাজা নিশ্চিত করাসহ দুই দফা দাবিতে প্রতিষ্ঠান প্রধান বরাবর স্মারকলিপি প্রদান ও মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে রাবি শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) দুপুরে এই কর্মসূচি পালন করে সংগঠনটি। দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে দলীয় টেন্টে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিলসহ একত্র হয় সংগঠনটির নেতা কর্মীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করেন তাঁরা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। এরপর উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন তাঁরা। কর্মসূচিতে রাবি শিক্ষার্থীদের পাশাপাশি বহিরাগত শিক্ষার্থীদেরও অংশগ্রহণ করতে দেখা যায়। তাঁদের দাবিগুলো হলো- ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করা এবং জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা।
সমাবেশে শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, কিছু রাজনৈতিক দলের ভোটের সংখ্যা চার-পাঁচশত। কিন্তু, তারা ক্ষমতার লোভে পার্শ্ববর্তী দেশের ফাঁদে পা দিয়ে আজকে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আজকে বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যে অপকর্মের সাহস পাচ্ছে, এর জন্য দায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী। আমরা রাবি শাখা ছাত্রদল ছাত্রলীগের এসব অপকর্মের জবাব দিতে সদা প্রস্তুত রয়েছি। কর্মসূচিতে শাখা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান, সর্দার জহুরুল, শাকিলুর রহমান সোহাগ সহ কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন। সরজমিনে দেখা যায়, কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মীদের অনেকেই বহিরাগত। একাধিক অংশগ্রহণকারীর কাছে আন্দোলন সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, ‘আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের না। ভাইদের ডাকে এখানে এসেছি।’ কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে অংশগ্রহণকারী একজন বলেন, আমরা বলতে পারব না। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না। আমার বাসা তালাইমারি শহীদ মিনারের দিকে। এখানে এক ভাই আমাদের নিয়ে এসেছে। আমরা কয়েকজন একসাথে এসেছি। কর্মসূচিতে বহিরাগতদের অংশগ্রহণ বিষয়ে জানতে শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহীর মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায় নি৷ হাফিজুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়