রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আয়োজনে ‘পররাষ্ট্রনীতি ও বিশ্বরাজনীতি’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের ৪২৫নং কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
এ সময় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান ড. মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড.সুজিত কুমার দত্ত এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ড. আলী আকবর এবং বিভাগের অন্য শিক্ষকবৃন্দ।
সেমিনারটি সঞ্চালনা করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী নওশীন ইসলাম।স্বাগত বক্তব্য দেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম।
প্রধান আলোচক অধ্যাপক ড. আব্দুল মান্নান বাংলাদেশের ফরেইন পলিসি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। ওয়েস্টফেলিয়া চুক্তি, আধুনিক রাষ্ট্র, অভিবাসন নিয়ে আলোচনা করেন। তিনি তার বক্তব্যে বলেন, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আবেগের পরিবর্তে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া উচিত।
ড. সুজিত কুমার দত্ত আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতি নিয়ে আলোচনা করেন এবং আলী আকবর পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের শেষে অতিথি ও দর্শকদের মধ্যে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।