রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির ২৪-২৫ শিক্ষাবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে প্রাণিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. নাসির হোসাইন এবং সাধারণ সম্পাদক হিসেবে ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. মেহেদী হাসান মনোনীত হয়েছেন।
শনিবার (১৪ ডিসেম্বর) সংগঠনটির সাবেক সভাপতি (ফুল মিয়া, নাসিরুল ইসলাম সুজন) ও সাধারণ সম্পাদক (নয়ন চন্দ্র মহন্ত, মাজহারুল ইসলাম লিখন) ২১ সদস্যবিশিষ্ট একটি আংশিক কমিটির অনুমোদন দেন। কমিটিতে সহ-সভাপতি হিসাবে রয়েছেন মো. মাহমুদুল হাসান শাওন ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট), মোছা, তাবাসসুম জান্নাত (ফারসি ভাষা ও সাহিত্য), দুলাল চন্দ্র সরকার (দর্শন) মো. আবু হোসেন (ফাইন্যান্স)।
এছাড়া কমিটিতে ৯ টি উপজেলা থেকে স্ব স্ব উপজেলার সদস্যদের মতামতের ভিত্তিতে একজন করে উপজেলা প্রতিনিধি নেওয়া হয়েছিলো যারা সহ-সভাপতি পদমর্যাদায় রয়েছেন। উপজেলা প্রতিনিধিরা হলেন মো. রেজওয়ান করিম তাজিম (সদর), মো. মোস্তাক-ই-হাবিব মুন ( ভুরুঙ্গামারী), মো. রাসেল আহমেদ (রাজারহাট), মো. রাকিবুল ইসলাম রাকি (উলিপুর), মোছা. রাজিয়া সুলতানা পারুল (রৌমারি),নাহিদ রসুল (চিলমারী) মো. ইয়ামিন হাসান হৃদয় (রাজীবপুর)।
যুগ্ম-সাধারণ সম্পাদক হিসাবে রয়েছেন মো. ইকবাল মাহবুব, মোছা. আছিয়া খাতুন, মো. বায়জিদ বোস্তামী, মোবাশ্বিরা তাসনিম শেফা, মো. মোস্তাক-ই-হাবিব মুন, মো. নাঈম হোসাইন।এছাড়া সাংগঠনিক সদস্য হিসাবে আরো ৪ জন সদস্য রয়েছে। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের কথা রয়েছে।
কুড়িগ্রাম জেলার শিক্ষার্থীদের মধ্যে একটা শক্তিশালী বন্ধন তৈরি ও জেলার উন্নয়ন করার আশাবাদ ব্যক্ত করে সদ্য নির্বাচিত সভাপতি নাসির হোসাইন বলেন, কুড়িগ্রাম জেলা থেকে আগত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একটা শক্তিশালী বন্ধন তৈরি করা,তাদের মাঝে ভালো যোগাযোগ সৃষ্টি করা।যাতে করে আমরা সবার যেকোনো সাহায্যে এগিয়ে আসতে পারি।
এছাড়া,কুড়িগ্রাম জেলাকে রাজশাহী তথা বাংলাদেশের মধ্যে একটি আধুনিক জেলা হিসেবে তুলে ধরতে নিজেদেরকে সুসংগঠিত,বিনির্মাণ ও যোগ্য করে গড়ে তুলতে এবং জেলার মানুষের উন্নয়নের পাশে থাকতে চাই।
তারিফুল ইসলাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়