22.7 C
Bangladesh
Monday, February 24, 2025
spot_imgspot_img
Homeরাবিরাবি'র চারুকলাতে চলছে বসন্ত উৎসব-১৪৩১

রাবি’র চারুকলাতে চলছে বসন্ত উৎসব-১৪৩১

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২৩ ফেব্রুয়ারি (রবিবার) অনুষদের ডীন অধ্যাপক মোহাম্মদ আলীর সার্বিক তত্ত্বাবধান ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আয়োজনে দুইদিন ব্যাপী এই উৎসবের অনুষ্ঠিত হয়।

এছাড়াও বসন্ত উৎসবকে ঘিরে চারুকলায় হয়েছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। চারুকলার বসন্ত বরণ অনুষ্ঠানকে আরো চমকপ্রদ করতে আয়োজন করা হয়েছে বসন্ত মেলা৷ যেটি বসেছিল চারুকলা একাডেমিক ভবনের সামনের মাঠে।

এছাড়াও, উক্ত অনুষ্ঠানে বিভিন্ন রকমের চিত্রাঙ্কণ করা হয়৷ চিত্রাঙ্কণের মধ্যে রয়েছে জয়নুল আবেদিনের দূর্ভিক্ষের চিত্র, সাঁওতাল দম্পত্তি, এসএম সুলতানের মাছ শিকার, চুল বাধা, মহিনের ঘোড়াদের রাত ইত্যাদি।

এছাড়াও, মেলা ঘুরে দেখা গিয়েছে, বিভিন্ন রকমের সুস্বাদু খাবার ও পিঠা, মাটির তৈরি সরা ও তৈজসপত্র। মাটির তৈরি অলংকার ও বাঁশি রয়েছে দোকানগুলো। পাশাপাশি মেয়েদের জন্য রয়েছে শাড়ির দোকান৷

বসন্ত উৎসব সম্পর্কে চারকলার মৃৎশিল্প ডিসিপ্লিনের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজিল লিমন জানান, নিজেদের অনুষদের উৎসবের অনুভূতি আসলে বলে বোঝানো যাবে না। আমরা সবাই অনেক পরিশ্রম করার ফলেই বসন্ত উৎসব আয়োজন করতে পেরে সত্যি অনেক আনন্দিত ও কৃতজ্ঞ। বসন্ত উৎসবের আয়োজনে চারকলা অনুষদের সিনিয়র ভাই ও আপুরা আমাদের অনেক সহযোগিতা করেছেন যা তাদের সৌহার্দ্যপূর্ণ আচরণের প্রকাশ করে৷ আমরা তাদের প্রতিও অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উল্লেখ্য, জুলাই বিপ্লবকে স্মরণ করে বসন্ত উৎসবের গেটগুলো লাল রঙের করা হয়েছে এবং বসন্ত উৎসব বোঝাতে দাবার কোডের উপর কোকিলের ডামি তৈরি করা হয়েছে৷

হাফিজুর রহমান
রাজশাহী বিশ্ববিদ্যালয়

Most Popular

Recent Comments