রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সাথে ঢাকাস্থ ব্রিটিশ কাউন্সিলের তিন সদস্যদের প্রতিনিধিদল আজ মঙ্গলবার (২১ মে) সাক্ষাত করেন। শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে সাক্ষাত অনুষ্ঠিত হয়। ব্রিটিশ কাউন্সিলের বাংলাদেশ প্রোগ্রাম ডিরেক্টর ডেভিড নক্সের নেতৃত্বে এই প্রতিনিধিদলে ছিলেন হেড অব আর্টস সাদিয়া রহমান ও আর্টস এক্সিকিউটিভ মোস্তাফিজুর রহমান।
সাক্ষাতকালে তাঁরা রাবিতে ব্রিটিশ কাউন্সিলের বিভিন্ন সহায়তামূলক উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে আলোচনা করেন। এসময় ডেভিড নক্স রাবি বরেন্দ্র গবেষণা জাদুঘরের সংগ্রহ সংরক্ষণ ও সামগ্রিক উন্নয়নে সহায়তা প্রদানে আগ্রহ ব্যক্ত করলে সে বিষয়ে উপাচার্য স্বাগত জানান। শীঘ্রই এই বিষয়ে বিস্তারিত কার্যক্রম শুরু হবে বলে তিনি উপাচার্যকে অবহিত করেন।
সাক্ষাতকালে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. তারিকুল হাসান, ইনস্টিটিউট অব ইংলিশ এন্ড আদার ল্যাঙ্গুয়েজেজের পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক মো. আজিজুর রহমান, বরেন্দ্র গবেষণা জাদুঘরের পরিচালক অধ্যাপক ইমতিয়াজ আহমেদসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
তারিফুল ইসলাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়
২১.০৫.২০২৪