23.3 C
Bangladesh
Thursday, March 13, 2025
spot_imgspot_img
Homeইফতাররাবি ছাত্রদলের উদ্যোগে দুস্থদের মাঝে ইফতার বিতরণ

রাবি ছাত্রদলের উদ্যোগে দুস্থদের মাঝে ইফতার বিতরণ

রাবি প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুস্থ, দিনমজুর এবং ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।

বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বিজ্ঞান ভবন, টুকিটাকি চত্বর এবং কাজলা গেটে এ ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন রাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, শাকিলুর রহমান সোহাগ, আহসান হাবিবসহ আহ্বায়ক কমিটির সদস্য শেখ নুর উদ্দিন আবীর, তাকবির আহমেদ ইমন, জিয়া সাইবার ফোর্স রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব এবং ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।

এসময় রাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক বলেন, আদর্শিক রাজনীতির প্রতীক আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি যুক্তরাজ্যে চিকিৎসাধীন আছেন। আমরা আশা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন এবং দেশকে নেতৃত্ব দেবেন। এছাড়াও তিনি দেশবাসীর উদ্দেশে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।

উক্ত কর্মসূচিতে বিভিন্ন হল ও অনুষদের ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

হাফিজুর রহমান
রাজশাহী বিশ্ববিদ্যালয়

Most Popular

Recent Comments