20.9 C
Bangladesh
Sunday, February 2, 2025
spot_imgspot_img
Homeরাবিরাবি নারায়ণগঞ্জ ছাত্র সমিতির নেতৃত্বে এমদাদ ও শাকুর

রাবি নারায়ণগঞ্জ ছাত্র সমিতির নেতৃত্বে এমদাদ ও শাকুর

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নারায়ণগঞ্জের শিক্ষার্থীদের সংগঠন রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নারায়ণগঞ্জ (রুসান) এর ২০২৫-২৬ সেশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতির দায়িত্বে মো. এমদাদ হক এবং সাধারণ সম্পাদকের দায়িত্বে শাকুর হোসেন ইমরান।

গত ১ ফেব্রুয়ারি (শনিবার) সংগঠনটির ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি প্রকাশ করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. শাহাদাত, সৈয়দ ইকরামুল হাসান, কেফায়েত উল্লাহ আরাফাত। যুগ্ম সাধারণ সম্পাদক সফর আলী, শাদিদুল হক মারজান, সাব্বির হোসেন মোল্লাহ। সাংগঠনিক সম্পাদক জোনায়েদ মিয়া। প্রচার সম্পাদক নূরুল্লাহ আলম নূর। শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ওয়াজিদ শিশির। কমিটিতে আরও অন্যান্য গুরুত্বপূর্ণ পদে সদস্যদের দায়িত্ব প্রদান করা হয়েছে।

নবগঠিত কমিটির ঘোষণায় রুসানের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ ও রেজাউল করিম উপস্থিত ছিলেন। এছাড়া, অনুষ্ঠানে সদ্য সাবেক সভাপতি মো. এনামুল হক ও সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দীন উপস্থিত ছিলেন এবং নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানান।

উল্লেখ,২০১৯ সালে প্রতিষ্ঠিত রুসান নারায়ণগঞ্জ থেকে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবাসনসহ বিভিন্ন সহায়তা প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় নতুন কমিটি গঠিত হয়েছে।

Most Popular

Recent Comments