রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব (আরইউএসসি)-এর উদ্যোগে আজ, ২৯ ডিসেম্বর, রাজশাহীর পবা উপজেলার এম আর প্রভাত বিদ্যালয়ে সকাল ১১ টায় “সায়েন্স শো এবং সোশ্যাল অ্যাওয়ারনেস” প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
এসময় ওই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মেধাবৃত্তি প্রদান, পিঠা উৎসব এবং বিজ্ঞান মেলা চলছিল। অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবক উপস্থিত ছিলেন।
সকাল ১০ টায় ক্লাবের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক সোহরাব উদ্দিনসহ ১৩ সদস্যের একটি টিম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উক্ত স্কুলের উদ্দেশ্য রওনা দেয়। সায়েন্স শো-এর মাধ্যমে বিজ্ঞানের জটিল বিষয়গুলো সহজ এবং মজাদার উপায়ে উপস্থাপন করা হয়, যা শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধি করে।
ক্লাবের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ এবং মিডিয়া সম্পাদক সুলাইমানের সঞ্চালনায় অনুষ্ঠিত “সায়েন্স শো” প্রোগ্রামে পদার্থবিদ্যা ও রসায়নের প্রায় ১০টি চমকপ্রদ এক্সপেরিমেন্ট শিক্ষার্থীদের মাঝে প্রদর্শিত হয়। এই প্রদর্শনীগুলি শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি কৌতূহল জাগিয়ে তুলতে কার্যকর ভুমিকা পালন করে এবং তাদের মধ্যে নতুন নতুন উদ্ভাবনের প্রতি আগ্রহের সৃষ্টি করে।
এ আয়োজনে উপস্থিত শিক্ষার্থীরা বিজ্ঞানের প্রতি খুবই উৎসাহিত হয় এবং আগামী ১-২ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব আয়োজিত “৮ম আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা ২০২৪” এ অংশগ্রহণের জন্য আগ্রহ প্রকাশ করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব সবসময় শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় উৎসাহিত করতে এবং বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের মাঝে কৌতুহল জাগাতে নিয়মিতভাবে রাজশাহীর বিভিন্ন স্কুল এবং কলেজে এ ধরনের আয়োজন করে থাকে।
তারিফুল ইসলাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়