15.4 C
Bangladesh
Wednesday, December 11, 2024
spot_imgspot_img
Homeসভারুয়েটে আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে

রুয়েটে আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে

রুয়েট প্রতিনিধি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) যন্ত্রকৌশল অনুষদের উদ্যোগে ৬ষ্ঠ বারের মতো আয়োজিত হতে যাচ্ছে, “৬ষ্ঠ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মেকানিকাল, ইন্ডাস্ট্রিয়াল এন্ড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং(আইসিএমআইএমই) ২০২৪”।

বুধবার (১১ ডিসেম্বর) থেকে শুক্রবার (১৩ ডিসেম্বর) পর্যন্ত তিন দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সটি অনুষ্ঠিত হবে।

এ বছরের কনফারেন্সের প্রতিপাদ্য হচ্ছে ‘
“Innovating for Impact: Advancements in Mechanical, Industrial, and Materials Engineering for a Sustainable Future”

তিন দিনব্যাপী এবারের কনফারেন্সে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া,জাপান,চীন, ব্রুনাই, হংকংসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে শীর্ষস্থানীয় অ্যাকাডেমিশিয়ান, বিজ্ঞানী, গবেষক, স্কলারস, নীতি নির্ধারকগণ অংশ নেবেন।

এতে ৩টি কি-নোট সেশনে ৮টি কি-নোট ও প্ল্যানারি প্রবন্ধ উপস্থাপনের কথা রয়েছে। এছাড়াও ১৭ টি টেকনিক্যাল সেশনে মোট ১৭৪ টি রিসার্চ পেপার উপস্থাপিত হবে।আন্তর্জাতিক এ কনফারেন্সে দেশ ও বাইরের বিভিন্ন দেশ থেকে ৪২৫টি রিসার্চ পেপার জমা পড়ে এবং ১৯১টি গৃহীত হয়।

কনফারেন্স এর সভাপতি ও যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান বলেন রুয়েটের যন্ত্রকৌশল অনুষদ এর আয়োজনে ৬ষ্ঠ আন্তর্জাতিক কনফারেন্স যা মেকানিকাল, ইন্ডাস্ট্রিয়াল ও ম্যাটেরিয়ালস শীর্ষক বিষয়ে অনুষ্ঠিত হবে। উক্ত কনফারেন্সে কি-নোট স্পিকার হিসাবে যুক্তরাষ্ট্র,অস্ট্রেলিয়া, জাপান সহ অন্যান্য দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ০৮ জন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও বিজ্ঞানী উনাদের কি-নোট লেকচার প্রদান করবেন। এছাড়াও বুয়েট, কুয়েট, চুয়েট, শাবিপ্রবি, এমআইএসটি সহ দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে টেকনিক্যাল সেশনে উপস্থাপনের জন্য ১৭৪ টি রিসার্চ পেপার নির্বাচিত হয়েছে।

এছাড়াও প্রযুক্তিগত বিভিন্ন আলোচনা রয়েছে এবং গবেষণাপত্র রয়েছে। রুয়েট অ্যাকাডেমিকাল আলোচনার বাইরে গবেষণাতেও শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত উৎসাহিত করে। যার ধারাবাহিকতায় ষষ্ঠবারের মতো আমাদের আইসিএমআইএমই সম্মেলনের আয়োজন।এই আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

আগামী বুধবার (১১ ডিসেম্বর) কনফারেন্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট গবেষক রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন,জাপানের বিখ্যাত টোকিও বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট বিজ্ঞানী, অধ্যাপক মুহাম্মদ আজিজ;বিশিষ্ট গবেষক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক ড. সালেহ হাসান নকীব;কনফারেন্স সভাপতি ও যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ রোকনুজ্জামান;কনফারেন্স সম্পাদক ও যন্ত্রকৌশল বিভাগের প্রধান, অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদ হাসান খান তুষার;কনফারেন্স পৃষ্ঠপোষক ও শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ডঃ মোঃ মোশাররফ হোসেন।

উল্লেখ্য, এর আগে ২০২২ সালে ৫ম বারের মতো আইসিএমআইএমই কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিলো।

তারিফুল ইসলাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়

Most Popular

Recent Comments