12.9 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeকরোনা ভাইরাসলকডাউনে পঞ্চম দিনে কঠোর অবস্থানে দর্শনা থানা পুলিশ ।

লকডাউনে পঞ্চম দিনে কঠোর অবস্থানে দর্শনা থানা পুলিশ ।

মোঃ আলমগীর হোসেন, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা সচেতনতা ও মোকাবেলায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম এর দিক নির্দেশনায়, চুয়াডাঙ্গা দর্শনা থানার পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ মাহাবুব রহমান কাজলের নেতৃত্বে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তদন্ত ওসি শেখ মাহাবুবুর রহমান, এস আই জাকির হোসেন, এস আই সাইফুল ইসলাম, এস আই শিহাব উদ্দিন,সহ পুলিশ কনস্টেবলদের টিম দর্শনা থানাধীন এলাকায় মহাসড়কে তাদের নিয়মিত টহল জোরদার করেছেন। যান চলাচল নিয়ত্রণ, অপ্রয়োজনে ঘর হতে বের হওয়া মানুষদের ঘরে ফেরানো, সামাজিক দুরত্ব বজায় রাখা, পরিস্কার পরিচ্ছন্ন থাকা, মুখে মাস্ক, হাতে হ্যান্ড গ্লোভস্ ব্যবহার করা সহ জনসচেতনতায় তারা মনিটরিং করে যাচ্ছেন। দর্শনা- মুজিবনগর রোড একটি গুরুত্বপুর্ণ স্থান। লোকজনের ঢাকা হতে যাতায়াতের পথ। গণ পরিবহন বন্ধ হওয়ায় শ্রমিক সহ যাত্রীরা ঢাকায় যেতে ক্যাভার্ট ভ্যান, পিকআপ ও পণ্যবাহী ট্রাকে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা জারী হওয়ায় দর্শনা থানা পুলিশ এখন কঠোর অবস্থানে।

দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি মাহাবুব রহমান কাজল জানান, সরকারি নির্দেশনা সহ আমার অর্পিত দায়িত্ব নিষ্ঠার সহিত পালনের পাশাপাশি চলমান প্রানঘাতী করোনা সচেতনতা, প্রতিরোধ ও মোকাবেলায় দিনরাত সমানতালে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যেই চুয়াডাঙ্গা – জীবননগর, দর্শনা- মুজিবনগর মহাসড়কে।যাত্রীবাহী গাড়ি বন্ধ সহ মালবাহী গাড়িতে কোন ক্রমেই যেন যাত্রী বহন না করে সেজন্য বিশেষ খেয়াল রাখতে আমরা পুলিশ বাহীনি সর্বদা প্রস্তত। দেশের ও দশের স্বার্থে করোনা ভাইরাস মোকাবেলায় আমি বিন্দুমাত্রও আপোষ করতে রাজি নই। শেষে তিনি আল্লাহর রহমত ও সকলের সহযোগীতা কামনা করেন।

Most Popular

Recent Comments