মুজাহিদ হোসেন,জেলা প্রতিনিধি নওগাঁঃ
নওগাঁর বদলগাছীতে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রাথমিক শিক্ষায় বঙ্গবন্ধু ও
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহীত যুগান্তকারী ও
ঐতিহাসিক কর্মসূচির আলোকে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত উপজেলা
অডিটোরিয়ামে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার
আলপনা ইয়াসমিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয়
সংসদ সদস্য (নওগাঁ-৩) বদলগাছী-মহাদেবপুর মাটি ও মানুষের নেতা জননেতা
আলহাজ মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
বদলগাছী উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু খালেদ বুলু, উপজেলা আওয়ামী
লীগ সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান কিশোর, উপজেলা প্রাথমিক শিক্ষা
অফিসার ফজলুর রহমান, বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলামসহ
বদলগাছী উপজেলার বিভিন্ন এলাকার সম্মানিত শিক্ষক মন্ডলী। এসময় প্রধান
অতিথি বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড, আর শিক্ষক মন্ডলী হচ্ছেন এই মেরুদন্ড
শক্তিশালী করার কারিগর। স্বাধীনতার ৫০ বছরে দুই দুই বার একমাত্র আওয়ামী লীগ
সরকারই বিশাল সংখ্যক বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করেছে
যা দেশের ইতিহাসে যুগান্তকারী এবং ঐতিহাসিক পদক্ষেপ।