12.9 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeজেলাগাজীপুরশিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে গাজীপুরে মানববন্ধন।

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে গাজীপুরে মানববন্ধন।

মাসুম, গাজীপুর সদর প্রতিনিধিঃ

যথাযথ সুরক্ষা নিশ্চিত পূর্বক অনতিবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে গাজীপুরে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গাজীপুরের ঐতিহাসিক প্রতিষ্ঠান ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা যথাযথ স্বাস্থবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করে। উল্লেখ্য গত প্রায় ১৫ মাস ধরে সরকারি ভাবে দেশের সকল প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষিত হয়ে আসছে। ইতিমধ্যে শিক্ষা মন্ত্রনালয় বারবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য বিভিন্ন তারিখ দিয়ে শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে যাচ্ছে। উক্ত পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, প্রতীকি ক্লাস সহ নানা ধরনের কর্মসূচী পালন করে আসছে। উক্ত কলেজের শিক্ষার্থীরা আজ বুধবার সকাল ০৭:৪৫ মিনিটে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের প্রধান গেইটে অবস্থান নেন। এসময় প্রতিষ্ঠান খোলার দাবি নিয়ে লেখা সম্বলিত বিভিন্ন প্লাকর্ড দেখা যায়।

Most Popular

Recent Comments