আবদুল্লাহ আল মামুন:
ফেনী জেলা পরিবার পরিকল্পনার বিভাগের শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান চৌধুরীসহ ৬ কর্মকর্তা কর্মচারী।
রবিবার (৩০ জুলাই) বিকেলে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজিত শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালক আবু সালেহ মোঃ ফোরকান উদ্দীন।
অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা দাগনভূঞা কার্যালয়ের (এমওএমসিএইচ-এফপি) ডাঃ মনজুর মোর্শেদ রিপনের সভাপতিত্বে ও দাগনভূঞা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন পাটোয়ারী এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) মোস্তাফিজুর রহমান চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাহেদা হোসেন, পরশুরাম পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকির হোসেন, সোনাগাজী পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিরাজ উল্যাহ, ছাগলনাইয়া পরিবার পরিকল্পনা কর্মকর্তা জহিরুল হুদা সেলিম, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আবদুল্লাহ আল মামুন, মেডিকেল অফিসার ডা. নাসরিন মুক্তা, ডা. ইয়াকুব নবী ও ডা. নইমুল ইসলাম প্রমুখ।
জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন যারা- ফেনী সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাহেদা হোসেন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক দিদারুল আলম, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক শাহীদা নাসরিন লুনা, সোনাগাজী মঙ্গলকান্দি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নিরাপত্তা প্রহরী মোঃ সোহেল রানা ও ফেনী সদর নিরাপত্তা প্রহরী মোহাম্মদ নুর নবী।
শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তরা বলেন,
এ প্রাপ্তি ভবিষ্যতে কাজের প্রতি আরও বেশি দায়বদ্ধ এবং দায়িত্বশীল করে তুলবে। সামনের দিনগুলোতে নিজের সর্বোচ্চ মেধা, শ্রম ও যোগ্যতা দিয়ে দেশ এবং মানুষের সেবা করতে আরও বেশি উৎসাহ জোগাবে।
এ শুদ্ধাচার পুরস্কারে রয়েছে নগদ অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদ।