15.2 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeখেলার মাঠক্রিকেটশুভ জন্মদিন ক্রিকেটের দাদা!

শুভ জন্মদিন ক্রিকেটের দাদা!

উত্থান-পতনের শিকার হয়েছেন সূচনা লগ্নেই। ছুঁড়ে ফেলা হয়েছে, অভিযোগের তির ধেয়ে এসেছে। কিন্তু তিনি লড়াই করেছেন, ফিরে এসেছেন, জয় করেছেন। স্বয়ং চ্যালেঞ্জ কে চ্যালেঞ্জ জানিয়ে ছুটে চলেছেন বীরের ন্যায়। দুঃসময়ের ঘোর অনামিশায় শত কোটি ভারতীয় প্রাণের আলোর দিশা তিনি। নামটা, সৌরভ গাঙ্গুলী। কিন্তু তাঁর বিমোহিত সৌরভের সংজ্ঞা কি পরিচয়ে দিবো? ব্যক্তি সৌরভ! ক্রিকেটার সৌরভ! না অধিনায়ক সৌরভ! নাকি সব ছাপিয়ে সভাপতি সৌরভ?

সৌরভের সুরভিত সুবাসে সর্বক্ষেত্রেই সর্বদা আপনি মুগ্ধ হতে বাধ্য। লর্ডস কাঁপিয়ে শুরুটা তাঁর। অতঃপর আজ নিখিল বিশ্বের প্রিয় “দাদা” তিনি, মুখে-মুখে “প্রিন্স অফ কলকাতা”। তিনিই দ্রাবিড়ের সেই “অফসাইড ইশ্বর”, আর অসংখ্য ভাষ্যে “ইতিহাসের সেরা দলনেতা”ও তিনি ! লর্ডসের ব্যালকনিতে তাঁর জার্সি খুলে উন্মত্তভাবে, হাওয়ায় দুলিয়ে বুনো উল্লাসে জয় উদযাপনের সেই দৃশ্য তো আজও শিহরিত করে মন।

–শুভ জন্মদিন সৌরভ গাঙ্গুলী!
–শুভ জন্মদিন ক্রিকেটের দাদা!

Most Popular

Recent Comments